
পিরোজপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের আয়োজনে ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী ড্রেফ অপারেশনের আওতায় তারপুলিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ইন্দুরকানী উপজেলা পরিষদ মিলনায়তনে ৬৪টি পরিবাকে ক্ষতিগ্রস্থ দের মধ্যে এ তারপুলিন বিতরণ করেন ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হুসেইন মুহাঃ আল মুজাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, ইন্দুরকানী জেপি’র সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা সভাপতি মো.মোশারেফ হোসেন, ইন্দুরকানী মহিলা জেপি’র সভাপতি সুলতানা রানী, উপজেলা জেপি’র শ্রমিক পার্টি’র সহ সভাপতি সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী, জেলা ইউনিটের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, ইউনিটের যুবপ্রধান জামিল আহম্মেদ খান, রেড ক্রিসেন্ট জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত এনডিআরটি সদস্য তাজনুর আহম্মেদ সেয়ন্তিসহ জেলা ইউনিটের যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।