পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্নিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে ঘুরে নিজের ব্যক্তিগত পক্ষ থেকে নগদ টাকাসহ সরকারি খাদ্যসহায়তা দিয়েছেন বালিপাড়া ইউনিয়ান আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.ইয়াকুব আলী হাওলাদার। ঘূর্নিঝড়ের দিন চর সাঈদখালী এলাকাসহ প্রতিটি ক্ষতিগ্রস্থ মানুষের ঘরে গিয়ে খোজ খবর নেয়। চর সাঈদখালী গ্রামের দিনমজুর খলিলের স্ত্রী তাসলিমা বেগমের বলেন,পানিতে মোর সব কিছুই নিয়ে গেছে। কোনো রকম বেঁচে আছি। এহন মোর থাকার মতো কিছুই নেই। কিন্তু মেম্বার চাচা এসে আমাদের খোজ নিয়ে টাকা ও খাবার পৌছে দিয়েছে। বালিপাড়া ইউনিয়ান আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মো,ইয়াকুব আলী হাওলাদার বলেন,ঘূর্নিঝড় আম্পানের প্রভাবে বেড়িবাধ ভেঙ্গে এলাকা তলিয়ে গেছে।ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোজ নিয়ে নিজের ব্যক্তিগত পক্ষ থেকে নগদ টাকা ও সরকারি চাল পৌছে দিয়েছি।
আজ- রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ