ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা মারা গেছে। জানা যায়, গত বৃহস্পতিবার মোটর সাইকেল চালিয়ে ঘোষেরহাট থেকে ইন্দুরকানী আসার পথে ইন্দুরকানী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্রলীগ সভাপতি গাবগাছিয়া গ্রামের আব্দুল্লাহ আল সাকিব উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সড়কে পথচারীকে চাপা দিলে দু’জনেই গুরুতর আহত হয়।
নিহত সাকিব আবু জাফর মুহাঃ সালেহ বিন হেলালীর ছেলে।
পরে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথচারী মনিরুল ইসলাম গাজী মারা যায় এবং ছাত্রলীগ নেতা সাকিবকে গুরতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে বলেন।
পরে ঢাকা নেয়ার পথে ওইদিন রাত ১১ টার সময় ছাত্রলীগ নেতা সাকিব মারা যায়। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী সহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ জুমা তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।