আজ- মঙ্গলবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

ইস্টার সানডে প্রার্থনার সময় বোমা হামলা, নিহত ২৫

শ্রীলঙ্কার ইস্টার সানডে উপলক্ষে গির্জায় প্রার্থনা চলাকালীন সময়ে তিনটি গির্জায় ও দু’টি উন্নতমানের হোটেলে পাঁচটি সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫ জন। আহত কমপক্ষে তিন শতাধিক বলে জানা যায়। তবে আহতদের মধ্যে ৮০ জনকে কলম্ব জাতীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রবিবার (২১ এপ্রিল) সকালে ৩ গির্জায় আকস্মিক ওই বোমা হামলার ঘটনা ঘটে।

ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভয়াবহ ওই বিস্ফোরণের পর রাজধানী কলম্বোর হাসপাতালে অন্তত ৮০ জন আহত ব্যক্তি ভর্তি করানো হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববারে স্থানীয় সময় সকালে গির্জা ও হোটেলসহ মোট ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়।

পুলিশ জানিয়েছে, যে দুটি গির্জাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার এক কলম্বোতে অন্যটি রাজধানীর অদূরে অবস্থিত শহর নিগোম্বো তে। বিস্ফোর প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত করে বলা হচ্ছে।

বিস্তারিত আসছে…

 

বিভাগ: আন্তর্জাতিক