
ইংলিশদের উদযাপন
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। ক্যারিবীয়দের দেয়া ২১৩ রানের লক্ষ্য টপকেছে ৮ উইকেট হাতে রেখে। এই জয়ে অস্ট্রেলিয়াকে টপকে পয়েন্ট টেবিলে দুই নম্বরে এখন মরগানের দল।
ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় ওপেন করতে পারেননি জেসন রয়। তার জায়গা বেয়ারেস্টোর সঙ্গে ওপেন করতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন জো রুট, বল হাতে গুরুত্বপূর্ণ দুই উইকেট নেয়ার পর ব্যাটিংয়েও ম্যাচ জেতানো সেঞ্চুরি এসেছে রুটের ব্যাটে।
৪৫ রান করে গ্যাব্রিয়ালের বলে আউট হন বেয়ারেস্টো। ওয়ান ডাউনে নেমে ক্রিস ওকসও ফেরেন ৪০ রান করে, তাকেও আউট করেন গ্যাব্রিয়াল। এর আগে ইংলিশ বোলারদের তোপে পড়ে ২১২ রানে গুটিয়ে যায় উইন্ডিজের ইনিংস।
গেইল, লুইস, হোপরা দ্রুত ফিরলে বিপদে পড়ে উইন্ডিজ। নিকোলাস পুরান চেষ্টা চালিয়েছেন, ৬৩ রান করে আউট হন তিনি। ইংলিশদের পক্ষে তিনটি করে উইকেট নেন মার্ক ওড ও জোফরা আর্চার।