জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা এসব পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
কম্পিউটার অপারেটর, অফিস করণিক, স্টোরম্যান, মিডওয়াইফ, ধর্মীয়শিক্ষক, ফায়ারফাইটার, ট্রেডসম্যান, অফিস সহায়ক, বাবুর্চি, মেস ওয়েটার, মালী, আয়াসহ ৩৪টি পদে নিয়োগ দেওয়া হবে।
পদসংখ্যা
৩৪টি পদে মোট ৩৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমান পাসসহ উচ্চমাধ্যমিক, মাধ্যমিক এবং অষ্টম শ্রেণি পাস হতে হবে। তবে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০০ থাকতে হবে। কিছু কিছু পদের জন্য এক থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীর বয়স ২৫ মার্চ, ২০১৯ পর্যন্ত ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
বেতন-ভাতা
নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশিটসহ অন্যান্য কাজগপত্র সংযুক্ত করে নির্ধারিত ফরমপূরণ পূর্বক নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। ফরম পাওয়া যাবে www.baf.mil.bd এই ঠিকানায়।
ঠিকানা : পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিমানবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।
আবেদনের সময়
আবেদন পাঠানোর শেষ তারিখ ২৩ মে, ২০১৯।
সূত্র : কালের কণ্ঠ, ২০ এপ্রিল, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে