করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে পড়া দিনমজুর, ভ্যান চালক ও নিম্ন আয়ের দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়তুল ইসলাম খান। আজ শুক্রবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে এ খাদ্য সহয়তার কার্যক্রম শুরু করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসণ) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাঈনুল হাসান সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ । এরপর বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত,বেদে পল্লীর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সাহায্য পৌঁছে দেন পুলিশ সুপার নিজ হাতে করেই। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আটা, সাবানসহ অন্যান্য সামগ্রী।
এসময় পুলিশ সুপার হায়তুল ইসলাম খান বলেন,যারা একেবারেই কাজ করতে পারছেন না আবার লজ্জায় কারও কাছে সহযোগিতা চাইতে পারছেন না এমন পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। যাতে পরিবারগুলো কষ্ট না করে।পরে নাজিরপুরে আরো কয়েকটি স্থানে স্বাস্থ্য দপ্তর কর্তৃক নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব রেখে খাদ্য সহয়তা দেন পুলিশ সুপার ।
আজ- শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ