
বাংলাদেশ ক্রিকেট দল
লন্ডন ছেড়ে বৃহস্পতিবার কার্ডিফে পৌছায় দল। শুক্রবার সোফিয়া গার্ডেন্সে অনুশীলন সেড়েছে মাশরাফীরা। বৃষ্টির কারণে ইনডোরে অনুশীলন করতে হয়েছে টাইগারদের। এই মাঠে শতভাগ জয়ের রেকর্ড বাংলাদেশের।
২০০৫ সালে অস্ট্রেলিয়া বধের পর, ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিলো সাকিব-মাশরাফীরা। সেই ধারাবাহিকতায় এবার ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য টাইগারদের।
আগের দুই বিশ্বকাপেই বাংলাদেশের কাছে হেরেছিলো ইংল্যান্ড। তাই টাইগারদের নিয়ে সতীর্থদের সতর্কবার্তা দিয়েছেন ইংলিশ অধিনায়ক এউইন মরগ্যান।