আজ- শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কোভিড-১৯ টি মহামারিতেও থেমে নেই পিরোজপুরে বৃক্ষরোপন কর্মসূচি

স্টাফ রিপোর্টার :

দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় সামাজিক বন বিভাগ, বাগেরহাট এর নিয়ন্ত্রাধীন পিরোজপুর এসএসএনটিসি’র আওতায় ২০২০-২০২১ আর্থিক সালে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বানায়ন প্রকল্পের আওতায় ১০.০০ কিলোমিটার স্ট্রীপ বাগান সৃজন ও ১৫০ টি বসত বাড়ীতে চারা রোপন করা হয়েছে। উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প (সিইআইপি-১) পোন্ডার নং-৩৯/০২ সি-তে ১৫০০০ টি চারার মদ্যে ৬০০০ টি টারা হেতালিয়া-নদমূলা বেড়িবাধে রোপন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই শনিবার বিকেলে ৯০০০টি চারা রোপনের শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো: মহিউদ্দিন মহারাজ।  এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা মো: আব্দুর রহমান,  ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর, তেলিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সামছুদ্দিন, পিরোজপুর এসএসএনটিসি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম।
উল্লেখ্য, আগামী ৩১ জুলাই এর মধ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত করা হবে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,শিক্ষাঙ্গন,সারাদেশ