আজ- শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চলমান নারী নির্যাতন, ধর্ষণ এর প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তির দাবীতে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম পিরোজপুর জেলা শাখার মানবন্ধন

দেশব্যাপী ধর্ষণ, হত্যা, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে “বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধন করা হয়। আজ রবিবার সকালে পিরোজপুর আদালত প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা শাখার সভাপতি সাবেক পিপি এ্যাডভোকেট আবুল কালাম আকন, সহ-সভাপতি এ্যাডভোকেট জসীমউদ্দীন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম শামীম, যুগ্ন সাধারন সম্পাদক সাবেক এপিপি এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রহিমা আক্তার হাসি, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম, পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রাহাত নুর পরাগ ।মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক আরাফাত ইসলাম বাদল।পরিচালনায় সদস্য সচিব আমিরুল ইসলাম রুবেল।

এসময় বক্তারা বলেন সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ