
ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১২৯ তম ৩ দিন ব্যাপি বার্ষিক মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার মাগরিব নামাজ বাদ ছারছীনার পীর মাও. শাহ মোহাম্মদ মোহেবুল্লাহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়। প্রতিদিন ফজর ও মাগরিব নামাজের পর মুসল্লিদের উদ্দেশ্যে ওয়াজ করবেন তিনি। শুক্রবার মাহফিলের প্রথম দিন। দেশবরেন্য ইসলামী চিন্তাবীদগন প্রতিদিন ওয়াজ নসিহত করবেন। আগামী রবিবার বাদ যোহর পীর মাও. শাহ মোহাম্মদ মোহেবুল্লাহর পরিচালনায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ধর্মীয় সমাবেশের সমাপ্তি ঘটবে।। ইতিমধ্যে মাহফিলের প্যান্ডেল নির্মানসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ ধর্মপ্রান মুসল্লিগন লঞ্চ, বাস, ট্রলার সহ বিভিন্ন বাহনে করে মাহফিল ময়দানে আসতে শুরু করেছেন। মাহফিলে আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবায় সার্বক্ষনিক মেডিকেল টিম নিয়োজিত থাকবে। নিরাপত্তা রক্ষায় আইন শৃংখলাবাহিনী পুলিশ ও র্যাবের পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা নিয়োজিত থাকবে।