আজ- মঙ্গলবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

জননেত্রী শেখ হাসিনার সাংগঠনিক কার্যক্রম অধিকতর সমৃদ্ধ করার লক্ষে পিরোজপুরের নাজিরপুরে আওয়ামীলীগের মতি বিনিময় সভা

জননেত্রী শেখ হাসিনার সাংগঠনিক কার্যক্রম অধিকতর সমৃদ্ধ করার লক্ষে পিরোজপুরের উপজেলা আওয়ামীলীগ আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নাজিরপুর উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম (এমপি)। সভায় নাজিরপুর উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, কেন্দ্রিয় কৃষক লীগের সদস্য আতিয়ার হোসেন নান্নু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন কাজী। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি খান মো: আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি গোলাম মাওলা নকীব।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ