আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতিসংঘের জনসংখ্যা তহবিল এর প্রতিনিধির সঙ্গে পিরোজপুরের স্বাস্থ্য বিভাগ ও সূধীজনদের সঙ্গে মতবিনিময় সভা

পিরোজপুরে রোববার রাতে জেলা সার্কিট হাউজ অডিটরিয়ামে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠীত হয়েছে। সভায় প্রসূতি মা ও শিশু মৃত্যুর ঝুঁকি হ্রাস এবং স্বাস্থ্য সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠীত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের বাংলাদেশ প্রতিনিধি ডা. এইকো নারিতা। জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকীসহ চিকিৎসক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও সংবাদ কর্মীরা।

এসময় প্রসূতি মা ও শিশু মৃত্যুর ঝুঁকি হ্রাস ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বিভাগ: অন্যান্য,আন্তর্জাতিক,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,সারাদেশ