আজ- শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

টানা দ্বিতীয় জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিল

বিজয় মাসে বাংলা টাইগারদের ভারতের বিপক্ষে টানা ঐতিহাসিক দ্বিতীয় জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিল করেছে ক্রিকেট প্রেমী মানুষেরা। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম এর আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বালক উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। ভারতের বিপক্ষে জয় খেলা প্রেমী মানুষদের অনেক আনন্দিত করেছে। বিজয়ের মাসে ভারতের বিপক্ষে সিরিজ জেতাই খেলা প্রেমী মানুষের প্রত্যাশা। বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে পিরোজপুরের কয়েক শতাধিক খেলোয়ার ও সমর্থকদের সাথে নিয়ে এ বিজয় মিছিল করা হয়।

পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম জানান, বিজয়ের মাসে বাংলাদেশ ক্রিকেট দলের টানা দ্বিতীয় বিজয় এবয় সিরিজ জয় এটিকে স্মরণীয় করে রাখতে আমাদের এ বিজয় মিছিল। বাংলাদেশের বিজয় হলেই পিরোজপুরবাসীকে সাথে নিয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়ে কিক্রেট একাডেমীর খেলোয়ার কোচ ও ভক্তরা। বাংলাদেশের বিজয় হলেই পিরোজপুরে ক্রিকেট একাডেমীর আয়োজনে বিজয় মিছিলের আয়োজন করে সর্বস্তরের জনগণ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles