আজ- রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

spot_img

ডিজিটাল প্ল্যাটর্ফম ‘BCOS -বন্ধু বাজার’ এর উদ্বোধন

অনলাইনে ক্রেতা-বিক্রেতাদের চাহিদা ও নিরাপদ কেনাকাটাকে প্রাধান্য দিয়ে উদ্বোধন করা হয়েছে,দেশের অন্যতম ডিজিটাল প্ল্যাটর্ফম ‘BCOS -বন্ধু বাজার’।
যার আনুষ্ঠানিক যাত্রা শুরু আগামী ১৬ আগস্ট (রবিবার)।
শুক্রবার সকালে (১৪ আগস্ট) রাজধানীর মিরপুর-১৪ নম্বরে ‘BCOS -বন্ধু বাজার’ এর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় এর প্রতিষ্ঠাতা সদস্যরা উপস্থিত থেকে কেক কাটেন।
‘BCOS-বন্ধু বাজার’ এর প্রধান র্নিবাহী ডা. কোরবান আলী বলেন,ডিজিটাল এই প্ল্যাটর্ফমে ক্রেতা-বিক্রেতাদের নানা সুযোগ-সুবিধা দেয়া হবে। এখানে রাখা হয়েছে কয়েক হাজার মানসম্মত পণ্য। খুচরা ও পাইকারি বেচাকেনার সুযোগ রয়েছে। দেশি-
বিদেশি পণ্যের সমাহার থাকছে বন্ধু বাজারে। তবে দেশি পণ্যকেই প্রাধান্য দেয়া হবে। যে কোনো উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিনামূল্যে রয়েছে নিবন্ধনের সুযোগ।তিনি আরও জানান, ‘ BCOS-বন্ধু বাজার’ এর উদ্বোধন অফার হিসেবে ক্রেতাদের জন্য রাখা হয়েছে ৫% ছাড়। সাথে থাকছে প্রথম ১০ দিন ফ্রি ডেলিভারি। নিরাপদ ও
বিশুদ্ধ খাদ্য সরবরাহ নিশ্চিত করা, ন্যায্যমূল্য নিশ্চিত করা,চাহিদা মোতাবেক সহজলভ্য এবং জরুরি অবস্থায় পণ্য সরবরাহ অব্যাহত রাখা হবে। আপাদত ফেসবুক গ্রুপের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন সবাই। শিগগিরই চালু হবে তাদের ওয়েবসাইট। বৈশ্বিক বাজারে তীব্র প্রতিযোগিতার দিনে অনলাইন কেনাকাটায় ‘BCOS -বন্ধু
বাজার’ কে র্শীষে পৌঁছে দিতে র্সবস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন  প্রধান র্নিবাহী ডা. কোরবান আলীসহ  স ক ল সদস্যরা ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles