
জয়শঙ্কর বলেন, ভারত ও বাংলাদেশ নিকটতম প্রতিবেশী। বর্তমানে দুদেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সম্প্রতি জনগণের ব্যাপক ম্যানডেট নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের সরকার গঠন এবং এ মাসে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সও জনগণের ব্যাপক ম্যানডেট নিয়ে ভারত সরকার গঠন- দুদেশের সুদৃঢ় অংশীদারিত্বের প্রতি জনগণের ব্যাপক সমর্থনের বহিঃপ্রকাশ । জয়শঙ্কর তার চিঠিতে শিগগিরই বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।