পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল হাসানাত খান পেয়ারা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি আজ বুধবার বিকেল ৩ঃ২০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বারো দিন ধরে চিকিৎসাধীন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘদিন শ্বাস কষ্টে ভুগছিলেন।
এক শোকবার্তায় পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল হাসানাত খান পেয়ারা’র মৃত্যুতে গভীর শোক ও দুক্ষ প্রকাশ করেন ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। জিয়াউল আহসান গাজী শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আবুল হাসনাত খান পেয়ারা স্ত্রী, এক ছেলে ও দুই ময়ে সহ অসংখ্য আত্মীয় সজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। আবুল হাসনাত খান পেয়ারা নাজিরপুর উপজেলার বুইছাকাঠি গ্রামের মরহুম আব্দুল মজিদ খানের চতুর্থ ছেলে।