পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। বুধবার শহরের টাউনক্লাব সড়কে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ ও পিরোজপুর মহিলা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি খায়জুরান দিরোজ, সাধারণ সম্পাদক সালমা রহমান হেপী, পিরোজপুর মহিলা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মিয়া মোঃ কাদিরুল মুকতাদির, কলেজ ছাত্রী ইশরাত জাহান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার কারণেই সমাজে প্রতিনিয়ত এ ধরণের ঘটনা ঘটেই চলেছে। আদিম উপায়ে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যাকারীদের দ্রুততম সময়ে শাস্তির দাবি জানান বক্তারা। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও বেশি গুরুত্ব দেয়ারও আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, ‘নুসরাতরা আজ এ দেশে বিচার পায় না। আর কত নুসরাতের মৃত্যু হলে হত্যাকারীদের বিচার হবে। নুসরাত-তনু-খাদিজারা আজও বিচার পায়নি। একের পর এক হত্যাকা- ঘটেই চলেছে। কোনও হত্যাকা-ের বিচার হয়নি। আমরা নুসরাত হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুততম সময়ে নুসরাত হত্যার বিচার দাবি করেন বক্তারা
আজ- শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ