আজ- মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপের সদস্যদের প্রশিক্ষক প্রশিক্ষণ

পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মেরী স্টোপস- বাংলাদেশ’ এবং ‘সুশীলন’ খুলনা, বাগেরহাট, পিরোজপুর এবং বরিশাল জেলার ২১২টি ইউনিয়নে জেলা পরিবার পরিকল্পনা দপ্তর ও স্থানীয় সরকারের সার্বিক সহায়তার মাধ্যমে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় সুুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সম্বনয়ে গঠিত জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপ।
এই কাজের অংশ হিসেবে এ্যাডভোকেসির মাধ্যমে এই তিন জেলার অধীনে ২১২টি ইউনিয়েনে ৪ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলো। এই বরাদ্দকৃত অর্থ তিন জেলার ২১২টি ইউনিয়নে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে বাস্তবায়িত হচ্ছে।
অন্যদিকে খুলনার মৎস্য-প্রসেসিং কোম্পানী, লবণ ফ্যাক্টরি, জুট মিলগুলোতে পাবলিক প্রাইভেট কার্যক্রমের মাধ্যমে সেবা নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রমের মাধমে উল্লেখিত কোম্পানীগুলোতে প্রায় ১০ হাজার নারী-পুরুষ পরিবার পরিকল্পনা সেবার আওতায় এসেছে।
তৃর্ণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার লক্ষে স্থানীয় সুুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সম্বনয়ে গঠিত জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপের সদস্যদের নিয়ে ‘এ্যাডভান্স ফ্যামেলী প্ল্যানিং’ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার খুলনার সিএসএস আভা সেন্টারে ‘ষ্মার্ট এডভোকেসী এপ্রোচ’ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles