পিরোজপুরের ইন্দুরকানীতে এসএসসিতে সেরা পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়। উপজেলায় ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৭২ জন পরীক্ষার্থীদের মধ্যে গোল্ডেন জিপিএ ৫টি, জিপিএ ১২ টি ও ৪২টি জিপিএ ৪ সহ ৫৯ জন পাশ করেছে। আজ রবিবার রেজাল্ট প্রকাশের পর থেকেই উপজেলার মধ্যে ভাল ফলাফল অর্জণ করায় পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার জানান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবদের প্রচেষ্টা ছিলো তাই এবারো আমরা সাফল্যের মুখ দেখেছি।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউল আহসান গাজী জানান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের চেষ্টার ফলেই আজকের এই সাফল্য। প্রতিবছরই এই সাফল্য এই বিদ্যালয়টি ধরে রাখার চেষ্টা করে।
আজ- রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ