আজ- শনিবার, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পিরোজপুরের ইন্দুরকানীতে কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানীতে পূর্ব শত্রুতার জের ধরে এক কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার চাড়াখালী গ্রামের বৈরাগী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সফিকুল ইসলাম (২২) পিরোজপুর সরকারি সরোওয়ার্দী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। এসময় তাদের হামলায় সাথে থাকা তার ভাই মনজুরুল ইসলামও আহত হন। আহত দুজন উপজেলার উত্তর ভবানী পুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ হামলার ঘটনায় বাদী হয়ে বৃহস্পতিবার থানায় জিডি করেছেন সফিকুল ইসলাম।
আহত সফিকুল সাংবাদিকদের জানান, আমি ও আমার ভাই বৃহস্পতিবার বিকালে পিরোজপুর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার চাড়াখালী গ্রামের বৈরাগী বাড়ির সামনে আগে থেকে ওৎপেতে থাকা সাকিব (২০), শান্ত ইসলাম (১৯) ও কাওসার মোল্লা (২০) পথ আগলে আমাদের এলোপাথারি ভাবে মারধর শুরু করে। এসময় ডাকচিৎকার দিলে স্থানীয় জনতা তাদের হাত থেকে আমাদের দুজনকে উদ্ধার করে। পরে তারা আমাদের নানান ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
সফিকুল আরো জানান, কিছুদিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে খেজুরতলা এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয় বড় ভাইদের মাধ্যমে তা মিমাংশা হয়ে যায়।
অভিযোগের বিষয়ে সাকিবের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,শিক্ষাঙ্গন,সারাদেশ