আজ- শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের ইন্দুরকানীতে আছাদুল কবির স্বপন শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচীত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছে, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের দুইবার নির্বাচিত সাবেক (স্বর্ণপদক প্রাপ্ত) চেয়ারম্যান ও ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপি’র সভাপতি আছাদুল কবির স্বপন তালুকদার। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য বাছাই কমিটি স্বপন তালুকদারকে  উপজেলা পর্যায়ে  শ্রেষ্ঠ বিদ্যাৎসাহী নির্বাচিত করেন বলে নিশ্চিত করেছেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদ আল মুজাহিদ। উল্লেখ্য, পত্তাশী ইউনিয়ানের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক এই চেয়ারম্যান উপজেলার ঐতিহ্যবাহী তালুকদার বাড়ির সন্তান তনি ব্যাক্তি জীবনে এক সন্তানের জনক মহৎ প্রানের অধিকারি সদালাপি এই মানুষটি উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সেতারা স্মৃতি বালিকা কিদ্যালয় প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এবং ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি, এছাড়া তিনি ইন্দুরকানী সরকারি কলেজের জমি দাতা সদস্য, ১৩ নং ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ও এসমসি সভাপতি,  রয়েছেন তিনি উপজেলার দক্ষিন ইন্দুরকানী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দ্বায়িত্বে ছিলেন।  ইন্দুরকানী  উপজেলা সদরে যে সকল বিদ্যাপিঠ গুলো রয়েছে সব গুলো উন্নয়নে রয়েছে  তার হাতের ছোয়া। এছাড়া ইন্দুরকানী থানা হাসপাতাল বাজার রয়েছে তাদের জায়গায়। এলাকা উন্নয়ন করার পাশাপাশি ইউনিয়নের ২৭ টি প্রাথমিক বিদ্যালয় সহ ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের  চিত্তবিনোদন ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন তিনি । স্বপন তালুকদার এলাকার গরিব অসহায় শিক্ষার্থীদের লেখা পড়ার জন্য আর্থিক সহযোগীতা করে আসছেন দীর্ঘদিন পর্যন্ত। তার পিতা প্রয়াত আঃ করিম তালুকদার অত্র ইউনিয়নের টানা ২৪ বছর ইউপি চেয়ারম্যান ছিলেন। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে ইউপি চেয়ারম্যান স্বপন তালুকদার এলাকায় জনকল্যাণ মূলক কাজ করে ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসিত হয়ছেন। তার বড় ভাই একরামুল কবির মজনু প্রথম পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান ও পরে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার ছোট ভাই ফায়জুল কবির তালুকদার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। উপজেলার শিক্ষার মান উন্নয়ে আছাদুল কবির স্বপন তালুকদারের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles