আজ- রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের নেছারাবাদে সাবেক এমপি আউয়ালের ভবন দখলে নিল ভূমি অফিস

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ. কে. এম. এ আউয়াল এর নামে নেছারাবাদ উপজেলায় প্রতিষ্ঠিত ‘আউয়াল ফাউন্ডেশন’ দখলে নিয়েছে স্বরূপকাঠি ইউনিয়ন/ পৌরসভা ভূমি অফিস।

বুধবার বিকেলে উপজেলা ফেরিঘাট সড়কে অবস্থিত আউয়াল ফাউন্ডেশনে স্বরূপকাঠি ইউনিয়ন/ পৌরসভা ভূমি অফিসের নামে সাইন বোর্ড ঝুলিয়ে ভবনে প্রবেশ করেন সহকারী ভূমি কমিশনার মো. রফিকুল হক। এসময় ভবনের ভিতরে কাউকে না পেয়ে ফাউন্ডেশনে থাকা আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র অফিসের ভিতরের একটি কক্ষে আটকে রাখা হয়।

সহকারি ভূমি কমিশনার রফিকুল হক বলেন, সরকারি জমিতে কারও পাকা ভবন করার এখতিয়ার নেই। উপজেলা ইমাম সমিতির নামে লীজ দেয়া জায়গাটি তিনি দখল করে ওখানে ব্যক্তিগত নামে ভবন নির্মান করে ছিলেন, যা সম্পূর্ন অবৈধ। তাই সরকারি জমি উদ্ধার করে সরকারি অফিস করা হয়েছে।

স্থানীয়সুত্রে জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ.কে.এম.এ আউয়াল তার স্ত্রী লায়লা পারভীনের মাধ্যমে উপজেলা ইমাম সমিতির নামে ওই জায়গাটি বরাদ্ধ নেয়ার জন্য একটি আবেদন জমা দেন। আবেদন জমা দিয়েই এমপি আউয়াল জায়গাটি দখলে নিয়ে সেখানে আউয়াল ফাউন্ডেশন নামে টিনের চালা বিশিষ্ট একটি পাকা ভবন তৈরী করেন।

উপজেলা সদর ভূমি অফিসের তহশিলদার মো. আলতাফ হোসেন জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক আউয়াল ফান্ডেশন ভবনটি দখলে নেয়া হয়েছে। এখন থেকে তাদের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম ওই ভবনে বসেই করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, ভবনটি উপজেলা সদর ভূমি অফিসের নামে লীজ নিয়ে ভূমি অফিসের সাইনবোর্ড ঝুলানো হয়েছে। এখন থেকে ওটাই হবে স্বরূপকাঠি ইউনিয়ন/পৌরসভা ভূমি অফিস।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles