আজ- মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের ভান্ডারিয়ায় জেডিসি পরীক্ষার্থীর পরিবর্তে ভূয়া পরীক্ষার্থী ! কেন্দ্র সচিব ও এক মাদ্রাসা সুপারসহ ৮জন আটক

পিরোজপুরের ভান্ডারিয়ায় জেডিসি পরীক্ষায় বডি চেঞ্জ করে ভূয়া পরীক্ষা দেওয়ার অভিযোগে কেন্দ্র সচিব ও এক মাদ্রাসার সুপারসহ ৮জনকে আটক করেছে পুলিশ।
ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বিপিএম দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আজ শনিবার জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ৫ ভূয়া পরীক্ষার্থীকে সনাক্ত করেন। অভিযুক্ত পরীক্ষার্থীরা অন্যের পরীক্ষা দেওয়ার অভিযোগে তাদেরকে তাৎক্ষণিক আটক করা হয়। উপজেলার পশ্চিম গোলবুনিয়া বালিকা দাখিল মাদ্রাসার নিয়মিত পরীক্ষার্থী মুনিয়া আক্তার রোল ৩০৬৫৪৯ এর পরিবর্তে হাফিজা আক্তার, রুমী আক্তার রোল-৩০৬৫৫০ এর পরিবর্তে কারিমা আক্তার, নূপুর আক্তার রোল-৩০৬৫৪৯ এর পরিবর্তে ফাযিল পরীক্ষার্থী মুনিয়া হাওলাদার, সোনিয়া আক্তার রোল-৩০৬৫৪১ এর পরিবর্তে বকুল আক্তার হরিণপালা নেছারিয়া ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষার্থী বায়জিদ হোসেন রোল-৩০৬৩৮৬ এর পরিবর্তে মো. মমিনুল ইসলাম পরীক্ষায় অংশ নেয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম জানান, মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র-২ বিপিএম দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব মো. আমির হোসেন ও উপজেলার হরিণপালা নেছারিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা সুপার মো. সিদ্দিকুর রহমানকে দায়িত্বে¡ অবহেলার অভিযোগে আটক করে।

এ বিষয়ে ওসি তদন্ত ফরিদ হোসেন ঘটনা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. এমাদুল হক বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া আটককৃত ৫ ভূয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে শিশু আইনে মামলা দায়ের করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles