আজ- রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুকুর থেকে কৃষকের ভাসমান লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় মহারাজ হাওলাদার ওরফে মান্নান (৪৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সূর্যমনি গ্রামে কৃষি জমির মাঠের মধ্যের পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত দুই সন্তানের জনক মহারাজ হাওলাদার সূর্যমনি গ্রামের মৃত আবু সায়েদ হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার সূর্যমনি গ্রামের কৃষক মহারাজ হাওলাদার গতকাল মঙ্গলবার দুপুরে রস সংগ্রহের জন্য কৃষি ক্ষেতের মাঠের মধ্যে পুকুর পাড়ের তাল গাছ কাটতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। পরে অনেক খোঁজাখুজির করেও তাকে পাওয়া যায়নি। আজ বুধবার সকালে এলাকাবাসী তালগাছের নিচে পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles