
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকাল পৌনে ১০টার দিকে ওই কলেজ ছাত্র তার নিজ বাড়ি থেকে কলেজে যাচ্ছিলো। এ সময় উপজেলার গুদিকাটা ও মাঝের পুল এর মাঝামাঝি লোকমান খানের বাড়ির কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা রোহান পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থালেই তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুুরুল ইসলাম বাদল জানান, ওই কলেজ ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের কাজ চলছে। ঘাতক বাসটির চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।