পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক এর নামে একটি বেসরকারি টেলিভিশনে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন। আজ বৃহস্পতিবার শহরের টাউন ক্লাব সড়ক থেকে শুরু করে প্রায় কয়েক কিলোমিটার সড়ক জুড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে জেলার সর্বস্তরের জনগণ বিভিন্ন ব্যানারে অংশ গ্রহন করেন।
এ সময় বক্তারা বলেন, গতকাল বুধবার একটি বেসরকারি টেলিভিশনে (যমুনা টিভি) পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক এর নামে উদ্দেশ্যপ্রনিত ভাবে যে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। পৌর মেয়রের জনপ্রিয়তা ও তার ব্যক্তিগত সুনাম নষ্ট করার জন্যই একটি কুচক্রী মহল এই সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের উৎসাহ প্রদান করেছেন।
এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মতিউর রহমান, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ চাঁন মিয়া মাঝি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, পৌর প্যানেল মেয়র আব্দুস ছালাম বাতেন, পৌর কাউন্সিলর মিনারা বেগম, পৌর কাউন্সলর সাদউল্লাহ লিটন, জেলা আওয়ামীলীগের সদস্য আমিরুল ইসলাম মিরন, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন।
আজ- বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ