আজ- মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরের স্বরূপকাঠিতে সন্ধ্যানদীর ভাংগনরোধে মানববন্ধন

পিরোজপুরের স্বরূপকাঠির সন্ধ্যানদীর পশ্চিমপাড়ের কৌরিখাড়া গ্রামের বসত বাড়ি বাস্তভিটা রক্ষার্থে নদী ভাংগন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। আজ শনিবার দুপুরে উত্তর কৌরিখাড়া লঞ্চঘাট এলাকায় ভাংগন কবলিত সন্ধ্যানদীর পাড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে গৃহহারা বাসিন্দাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য আসাদুজ্জামান, মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ।
বক্তারা সন্ধ্যানদীর পশ্চিমপাড় কৌরিখাড়া গ্রাম রক্ষার্থে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহনে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সন্ধ্যানদীর অব্যাহত ভাংগনে ইতিমধ্যে ওই গ্রামের সিংহ ভাগ এলাকার শত শত পরিবার গৃহহীন। বিস্তীর্ন জনপদসহ হাজার হাজার একর ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দর ও উপজেলা পর্যায়ের একমাত্র বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হুমকির সম্মুখীন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,সারাদেশ