আজ- মঙ্গলবার, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে অসহায় ও কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ

পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ মো মাসুদুজ্জামান মিলু, প্রেসক্লাবের সদস্য সচিব এস এম রেজাউল ইসলাম শামীম সহ সাংবাদিকবৃন্দ।

জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে ২ শতাধিক মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, করোনা মহামারীতে লকডাউনের মধ্যেও সার্বক্ষনিক মাঠে থেকে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। বাজার মনিটরিং চেকপোষ্টে চেক করা সহ বিভিন্ন কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। লকডাউনের কারনে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে আমাদের ব্যাক্তিগত পক্ষ থেকে সামান্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। যদিও প্রয়োজনের তুলনায় অনেক কম তবুও আমরা অসহায় ও কর্মহীন মানুষদেও পাশে দাড়াঁনোর চেষ্টা করেছি। আমাদের এ চেষ্টা অব্যহত থাকবে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ