পিরোজপুরে মেয়াদ উত্তীর্ণ, নকল, ভেজাল ঔষধ এবং এ্যান্টবায়োটিকের যৌক্তিক ব্যবহার শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ঔষধ প্রশাসন অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে জেলা সার্কিট হাউস মিলনায়তনে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ড. মোঃ আকিব হোসেন। পিরোজপুর ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণার সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির সিনিয়র সদস্য হারুন-অর-রশিদ, সহ-সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মেরাজ শরীফ, সদর উপজেলা সাধারন সম্পাদক আহসান আলম চৌধুরী তাজ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মোঃ মনিরুল ইসলাম চৌধুরী। এসময় জেলা সদর উপজেলা ও পৌর কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আজ- মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ