আজ- রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনার অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

পিরোজপুর সদর উপজেলার মুলগ্রাম এলাকায় পূর্ব শত্রুতার জেড় ধরে গোলাম রসুল খান নামের এক ব্যাক্তিকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনার ৪ ঘন্টার মধ্যেই মুল অভিযুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে পিরোজপুর থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম গ্রামের আইয়ূব আলী খানের পুত্র আহত গোলাম রসুল খান (৩৫) মুলগ্রাম বাজারে যাওয়ার রাস্তায় পাইপ দিয়ে বালু ফেলার বিষয় নিয়ে বিরোধের জের ধরে আসামীরা ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলেই দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, লোহার রড দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। ধারালো অস্ত্রের কোপে গোলাম রসুলের পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুত্বর আহতবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর পরই পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: আসিকুজ্জামান এর নেতৃত্বে পুলিশ ও ডিবির একটি দল অভিযান চালিয়ে জেলার নাজিরপুর উপজেলা হতে পলায়মান অবস্থায় মোঃ রিয়াজুল শেখ (২৮),মোঃ হাফিজুল শেখ (২৬),মোঃ সহিদুল শেখ (৩০) এবং রিয়াজুল শেখ এর স্ত্রী জান্নাতি আক্তার (২৪) আটক করে।

তাদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বৃহস্পতিবার রাতেই পেনাল কোডের ১৪৩/৩৪২/৩২৩/৩২৪/৩২৬/৩০৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি মো: আসিকুজ্জামান জানান, আটক আসামীদের বিরুদ্ধে পুর্বেও থানায় একাধিক মামলা আছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামীদের আটকের চেষ্টা করছে পুলিশ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles