আজ- শুক্রবার, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ক্রিকেট প্রেমীদের বাধ ভাঙ্গা উল্লাস

 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মত বাংলাদেশ বিশ্বকাপ জয় করায় পিরোজপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ক্রিকেট প্রেমীরা। আজ সোমবার সকালে শহরের পোষ্ট অফিস সড়ক থেকে ক্রিকেট প্রেমী আজমুল হুদা নিজুমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পোষ্ট অফিস সড়কে এসে শেষ হয়। এ আনন্দ মিছিলে প্রায় শহরের বিভিণœ স্তরের ৫ শতাধিক মানুষ অংশ গ্রহণ করে। পরে শহরের মিছিলে অংশ গ্রহণকারী ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় ক্রিকেট প্রেমীরা বলেন, আয়োজকরা বলেন, আমাদের দেশ এই প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। তাই আমরা অনেক খুশী। আমরা চাই ক্রিড়াঙ্গনে সবকিছুতেই বাংলাদেশ এগিয়ে থাকবে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,বিনোদন,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ