আজ- বৃহস্পতিবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

পিরোজপুরে খাল থেকে মাথাবিহীন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি খাল থেকে মাথা বিহীন অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের পৈকখালী গ্রামের বারানী খালের কাওসার ফরাজির মসজিদের ঘাট থেকে এ মাথাবিহীন অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয় বলে জানান ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান।
ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, সকালে পৈকখালী গ্রামের বারানী খালের কাওসার ফরাজির মসজিদের ঘাটের পাশে একটি লাশ ভাসতে দেখেস্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথা বিহীন এক যুবকের লাশটি উদ্ধার করে। উদ্ধার অজ্ঞাত পরিচয়ের যুবকের বয়স আনুমনিক ৩০ বছর। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি এসএম মাকসুদুর রহমান আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের ও আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। এছাড়াও নিহত যুবকের মাথা উদ্ধার সহ ঘটনার সাথে জড়িতদের আটককের চেষ্টা করছে পুলিশ।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,সারাদেশ