পিরোজপুরে গ্রামীন ব্যাংক পিরোজপুর জোনের সকল এরিয়া ম্যানেজার,প্রোগ্রাম অফিসার ও শাখা ব্যবস্থাপনা সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় পিরোজপুর জেনের গ্রামীণ ব্যাংকের ৬৮ শাখার কর্মর্কতা অংশ নেন।
পিরোজপুর জোন জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, গ্রামীন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ. কে. এম সাইফুল মজিদ।। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালক গ্রামীণ ব্যাংক নূর মোহাম্মদ। পরিচালক গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ, মানসী সাহা। বিশেষ অতিথি, উপব্যবস্থাপনা পরিচালক, শাখা পরিচালনা পর্যবেক্ষণ প্রদীপ কুমার সাহা। সচিব (ভারপ্রাপ্ত) গ্রামীণ ব্যাংক সচিবাল, মোঃ মামুনুর রশিদ। বিভাগ প্রধান (ভারপ্রাপ্ত) শাখা পরিচালনা বিভাগ দক্ষিণাঞ্চল আব্দুল হাদী।
বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে গ্রামীণ ব্যাংককে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়ে অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ তিনি বলেন, বক্তব্য গ্রামীণ ব্যাংকের নিজস্ব অর্থায়ানে তৈরী সহযোগী প্রতিষ্ঠান গুলো গ্রামীণ ব্যাংকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।মামলা চলমান আছে। ৩০কোটি বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নিয়েছেন,এর মধ্যে পিরোজপুর যোন এক কোটি বৃক্ষ রোপন করা হবে। রেমালে ক্ষতিগ্রস্ত সদস্যদের ১ হাজার টাকা খাদ্য সহায়তা, ১হাজার টাকা চিকিৎসা সহায়তা। ৫ হাজার টাকা বিনা সুদে গৃহনির্মাণ ঋণ সুবিধা এবং ত্রান কার্যক্রম অব্যাহত রাখা। তিনি ত্রান কার্যক্রম এর শুভ উদ্বোধন করবেন।