আজ- শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ঘুষের টাকাসহ অডিট অধিদপ্তরের ২ কর্মকর্তা আটক

ঘুষের টাকাসহ অডিট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বিকেলে তাদেরকে পিরোজপুর এলজিইডি ভবনের তৃতীয় তলা থেকে ঘুষের ৪ লক্ষ ১৬ হাজার টাকাসহ আটক দুদক এর বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডল এর নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি দল।
আটককৃত শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের এসএএস সুপারিনটেডেন্ট মোঃ জহির রায়হান এবং অডিট এন্ড একাউন্টস অফিসার মোঃ শামীম হোসেন।
দুদকের উপ-পরিচালক দেবব্রত মন্ডল জানান, দুদক গোপন সংবাদের ভিত্তিতে এলজিইডি ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওই দুই কর্মকর্তাকে ঘুষের টাকাসহ আটক করে। পিরোজপুরে প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে অডিটের কাজ করার জন্য ওই ভবনে অবস্থান করছিলেন আটককৃতরা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ