পিরোজপুরে স্বাধীনতার মহান স্থাপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্য নির্বাহী সদস্য, দৈসিক গ্রামের সমাজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ মসিউর রহমান মহারাজের উদ্যোগে শহরের কাশেফুল উলুম কওমী মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পান্না সহ স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন কাশেফুল উলুম কওমী মাদ্রাসার মোহতামিম মাওলানা মাহফুজুর রহমান। পরে দোয়া ও মোনাজাত শেষে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের মাঝে তবারক বিতরন করা হয়।
আজ- শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ