আজ- রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে জেলা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র কমিটি গঠন। সভাপতি খালিদ আবু এবং সম্পাদক তামিম সরদার।

পিরোজপুর জেলা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দৈনিক আমাদের সময় ডট কম এর জেলা প্রতিনিধি খালিদ আবু কে সভাপতি ও দেশ সংবাদ ডট কম এর জেলা প্রতিনিধি মো: তামিম সরদার কে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে শহরের টাউনক্লাবে মিলনায়তনে এক সভায় এ নবগঠিত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু (ডেইলী বাংলাদেশ ডট কম), সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ (সাউথ বাংলা ডট নিউজ), সহ-সভাপতি মাহামুদুর রহমান মাসুদ (জাগো নিউজ২৪ ডট কম), যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসাইন (ইন্টারন্যাশনাল টেলিভিশন ডট কম), যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ শিমুল (পিরোজপুর রিপোর্ট২৪ ডট কম), যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ (বাংলাদেশের আলো ডট কম), সাংগঠনিক সম্পাদক মো: মনির চৌধুরী (আমার বার্তা ডট কম), কোষাধ্যক্ষ মো: আবীর হাসান (দৈনিক আলোকিত দেশ ডট কম), দপ্তর সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (বলেশ্বর ডট কম), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন (আলোকিত মঠবাড়ীয়া ডট কম), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মিঠু (ই-নিউজ৭১ ডট কম), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ইমন চৌধুরী (অধিকার ডট নিউজ), শিক্ষা ও গবেষনা সম্পাদক ফেরদৌস রহমান (গ্রামের সমাজ ডট কম),
কার্যনির্বাহী সদস্য- ১। লাহেল মাহামুদ (বিডি জার্নাল ডট কম), ২। এস.এম আকাশ (সময়ের কণ্ঠস্বর ডট কম), ৩। জে. আই. লাভলু (পরবর্তন ডট কম), ৪। সামসুদ্দোহা প্রীন্স (বরিশাল টেলিভিশন ডট কম), ৫। ইসরাত জাহান মমতাজ (দৈনিক আমাদের সময় ডট কম), ৬। এম.এ মুন্না (বৃত্ত নিউজ ডট কম), ৭। মারুফুল ইসলাম (সময় সংযোগ২৪ ডট কম), ৮। ওয়ালিউর রহমান (৭১ নিউজ টুডে ডট কম), ৯। মো: তরিকুল ইসলাম (একশন বিডি২৪ ডট কম)।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles