পিরোজপুরে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ সোমবার বিকেলে জেলা আওয়ামীলীগ মিলনায়তনে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামীলীগের দপ্তর সস্পাদক শেখ ফিরোজ আহম্মেদ প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হাওলাদার। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।