আজ- রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে জেলা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণের অংশগ্রহনে পিরোজপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে পিরোজপুর সদর থানার আয়োজনে থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এছাড়া আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল, সাংবাদিক গৌতম রায় চৌধুরী, জেলা ব্যবস্য়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রভাষক কাজী জাহাঙ্গীর আলম, শংকরপাশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, কাউন্সিলর সাদউল্লাহ লিটন, কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, কাউন্সিলর মিনারা বেগম, কাউন্সিলর প্রার্থী আরিফ হোসেন মনু, শারিকতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন মাঝি, শিক্ষক, সাংবাদিক এবং ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
ওপেন হাউসে ডে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা সদর উপজেলা এবং পিরোজপুর শহরে আইনশৃঙ্খলার সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলো দ্রুত সমাধানের কথা জানান পুলিশ সুপার। এছাড়া ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি না হয় এজন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের প্রতি আহবান জানান পুলিশ সুপার। আর নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles