আজ- মঙ্গলবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

পিরোজপুরে জেলা যুবলীগের সদস্য‘র মৃত্যু জেলা যুবলীগের সভাপতি সম্পাদকের শোক

পিরোজপুরে জেলা যুবলীগের সদস্য মো: খলিলুর রহমান হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। সোমবার দুপুর সাড়ে তিন টার সময় তার নিজ বাড়ি শঙ্করপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে অসুস্থ্য হয়ে পড়লে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মঙ্গলবার দুপুরে বাদুরা দারুল উলুম খাদেমুল কওমী মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই মেয়ে এক ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

পিরোজপুরে জেলা যুবলীগের সদস্য মো: খলিলুর রহমান এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু ও জেলা যুবলীগের সাাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ