আজ- বুধবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

পিরোজপুরে দরজা ভেঙ্গ দিনমজুর দম্পত্তিকে পিটিয়ে আহত করে লুটপাট চালিয়েছে প্রতিপক্ষরা

পিরোজপুর শহরের আলামকাঠী গ্রামের বসত ঘড়েরর দরজা ভেঙ্গে দিনমজুর আফজাল সেখ ও তার স্ত্রী সনিয়া আক্তার কে পিটিয়ে আহত করে ঘরের বিভিন্ন জিনিসপত্র লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ১নং ওয়াডের আলামকাঠী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আহত দিনমজুরের স্ত্রী সনিয়া আক্তার।

আহত সনিয়া আক্তার জানান, সামান্য কথা কাটাকাটির  জেড় ধরে বৃহস্পতিবার দুপুরে তার প্রতিবেশী হেলেনা বেগমের ভাই রহিম সেখ, তার পুত্র হাফিজুল সহ ৪/৫ জন এসে তাদের ঘড়ের দরজা ভেঙ্গে ঘড়ে ঢুকে সনিয়া ও তার স্বামী আফজাল কে পিটিয়ে গুরুতর আহত করে এবং তাদের ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়।এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে হাত পা ভেঙ্গে পঙ্গু করে দেওয়ারও হুমকি দেয় তারা।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্ন করেছে। বিধি অনুযায়ী পরবর্ী আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,মিডিয়া,লাইফ স্টাইল,সারাদেশ