

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও আইসিটি) মাধবী রায়ের সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সংবাদ কর্মী, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে পর্যটনের অবদান বেশ গুরুত্বপূর্ণ। তাই জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ পালন করছে।