আজ- মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে পরম শ্রদ্ধা ও ভালোবাসা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে পিরোজপুর কেন্দ্রিয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার রাত ১২ টা এক মিনিটে পিরোজপুর কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সম্পাদক জিয়াউল আহসান গাজী।

এর পরপরই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামীলাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, পিরোজপুর পৌরসভা, সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, বিচার বিভাগ, জেলা তথ্য অফিস, সড়ক বিভাগ, এলজিইডি, গণপূর্ত বিভাগ, এ্যাপেক্স ক্লাব পিরোজপুর, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরম শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।

 

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles