পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ১ শত বোতল ফেন্সিডিল ও এক কেজি গাঁজাসহ মাহাবুব পঞ্চায়েত নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তার মাদক বিক্রেতা মাহাবুব পঞ্চায়েত (৪৫) মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মঠবাড়িয়া গ্রামের আদম আলী পঞ্চায়েতের ছেলে।
মঠবাড়িয়া থানার এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সংগীয় একদল পুলিশ তুষখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মাহাবুবকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকায় বস্তায় তল্লাশী চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাজা উদ্ধার করা হয়ে।
মঠবাড়িয়া থানার ওসি আ.জ. মো: মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তারবৃক মাদক বিক্রেতা মাহাবুব এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ- রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ