পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, শিক্ষা অফিসার মো. আতাউর রহমান প্রমুখ।