আজ- শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে বিএনপি’র কালো পতাকা মিছিল পুলিশী বাঁধায় পন্ড

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে পিরোজুপরে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশী বাঁধার মুখে পন্ড হয়ে গেছে। আজ মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির আয়োজনে একটি কলো পতাকা মিছিল শুরু হয়ে শহরের পোষ্ট অফিস সড়কে আসলে মিছিলটি পুলিশী বাঁধার মুখে পন্ড হয়ে যায়।

মিছিলে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁন, পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহীদ সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় বিএনপির নেতাকর্মীরা বলেন, বর্তমান সকারের ব্যবসায়ী সিন্ডিকেটের কারনে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দাম। যা দেশের সাধারণ মাুনষের ক্রয় ক্ষমতার অনেকটাই বাহিরে চলে যাচ্ছে। এছাড়া সককার বিএনপির নেতা-কর্মীদের গায়েবী মামলার ফলে কেউ কারাবন্দি আবার কেউ ঘর ছাড়া। তাই মামলা তুলে নিয়ে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। এছাড়া  সংসদ বাতিলের করে পুনরায় সকল দলের অংশ গ্রহনে সংসদ নির্বাচন দিতে হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles