আজ- শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে বিজয় দিবস উপলক্ষে কারবন্দীদের জন্য মাদক বিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘রাখিবো নিরাপদ, দেখাবো আলোর পথ’ এ শ্লোগান নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কারাবন্দীদের জন্য পিরোজপুর জেলা কারাগার ও মাদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত এর আয়োজন করে। জেল সুপার মোঃ শামীম ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুস্তানজির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন, মাদকদ্রব্য পরিদর্শক মো. আহসান হাবীব, জেলা কারাগারের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় কারাবন্দীদের বলেন, মাদক একটি সামাজিক সমস্যা। মাদকাসক্তি বর্তমানে আমাদের সমাজে এক সর্বনাশা ব্যাধিরূপে আমাদের তরুণ সমাজকে গ্রাস করছে। এর তীব্র দংশনে ছটফট করছে আমাদের সমাজের আগামী দিনের ভবিষ্যৎরা। মাদক শুধুমাত্র ব্যক্তিকেই ধ্বংস করে না সমাজে ভয়ানক বিশৃঙ্খলার বিস্তার ঘটায়। এখনই সময় এই জঘন্য অপরাধের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ান। একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার স্বপ্ন দেখেন তা বাস্তবায়নে বড় বাধা হচ্ছে মাদক এবং সন্ত্রাস। তাই আগামীর নতুন দেশ বির্নিমানে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আর সে জন্য মাদক, সন্ত্রাসের পথ পরিহার করে সুস্থ্য সামাজিক পরিবেশে ফিরে আসতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles