আজ- শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেসব্রিফিং

পক্ষকাল ব্যাপী জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পিরোজপুরে সিভিল সার্জন অফিসের উদ্যোগে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এ কর্মসূচির উপরে বক্তব্য রাখেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকি। এছাড়াও বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সদস্য সচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম। এসময় সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকি সাংবাদিকদের জানান, জেলার সাতটি উপজেলার তিনটি পৌরসভা এবং ৫২ টি ইউনিয়নের ১৬২ টি ওয়ার্ডে মোট ১ লাখ ২২ হাজার ৯১৭জন শিশুকে ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যাদের বয়স ছয় মাস থেকে ৫৯ মাস। ১৩১২টি আউটরিচ (ইপিআই) কেন্দ ও অস্থায়ী কেন্দ্রে ২৬২৪জন ভলান্টিয়ারের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রেসব্রিফিংয়ে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মারুফ মুনসুর এ কর্মসূচির উপর বিস্তারিত জানান।

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,সারাদেশ