আজ- শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ভূমিসেবা সপ্তাহে ভূমি অধীগ্রহণে ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাধ্যে ৪৩ লক্ষ ৯৩ হাজার টাকার চেক বিতরণ

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই স্লোগানে পিরোজপুরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। আজ শনিবার সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। পরে এক আলোচনা সভায় সদর উপজেলা ভূমি কর্মকর্তা মুহাম্মদ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমিনুল ইসলাম, শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি।

৮ জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক সভা, স্মার্ট ভূমি সেবায় প্রধানমন্ত্রীর ৭টি উদ্ভাবনী উদ্যোগের প্রচার ও আগত সেবা প্রার্থীদের তথ্যকেন্দ্র ও সেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা হবে।

এ সময় ভূমি অধীগ্রহণে ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের মাধে ৪৩ লক্ষ ৯৩ হাজার ২৭৮ টাকার চেক প্রদান করা হয়।

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,সারাদেশ