আজ- শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে রিক’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।

এদিন পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নের ১৩ জন ষাটোর্ধ প্রবীণ নারী পুরুষকে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলার ৭টি ইউনিয়নের ৫২৫ জন ষাটোর্ধ প্রবীণ ব্যাক্তিকে মোট ৫২৫টি কম্বল বিতরণ করা হবে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) বাস্তবায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে রিকের এরিয়া ম্যানেজার মো. সাইফুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান, ইপিসি সংকর দেবনাথ, প্রোগ্রাম অফিসার মোসা. নিনা খানম ও মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ